এইডস (AIDS) কি? এইডস এর লক্ষণ।

Shimul Hossain
3


এইডস
মানবজাতির জন্য মারাত্মক হুমকিস্বরূপ এক মরণব্যাধী। বিশ্বে ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে এইডস আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। এর সাথে বাড়ছে মানুষের আতঙ্কও। ১৯৮১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এইডস রোগী ধরা পড়ে। এরপর পৃথিবীর বহুদেশেই এইডস আক্রান্তদের শনাক্ত করা হয়। প্রতিবেশী দেশগুলোতেও এইডস ঢুকে পড়েছে এবং আমাদের দেশেও বেশ কিছু এইডস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এক পরিসংখ্যানে বলা হয়েছে, বর্তমানে এইডস আক্রান্তদের এক-তৃতীয়াংশ তরুণ-তরুণী। প্রতিদিন বিশ্বে ৮,৫০০ এর বেশি শিশু ও যুবক-যুবতী এ রোগে আক্রান্ত হচ্ছে। তাই এইডস সম্পর্কে জানতে হবে, সমাজকে প্রতিরোধযোগ্য এ ভয়ঙ্কর রোগের বিরুদ্ধে জাগিয়ে তুলতে হবে। আগামী প্রজন্মকে এ মরণব্যাধির ছোবল থেকে দূরে রাখতে হবে, তা না হলে বাংলাদেশসহ বিশ্বের অসংখ্য দেশের আর্থসামাজিক কাঠামো মারাত্মক হুমকির মুখে পড়বে।


এইডস এর ধারণা (Concept of AIDS in Bengali/Bangla?)

এইডস (AIDS) শব্দটির পূর্ণ রূপ হলো Acquired Immune Defficiency Syndrome- বাংলা করলে অর্থ দাঁড়ায় ‘অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা ঘাটতির লক্ষণ সমষ্টি’। এইডস আক্রান্ত রোগীর শরীরের প্রতিরোধ কোষগুলো ক্রমাগত ধ্বংস হতে থাকে এবং এক পর্যায়ে আক্রান্ত রোগী সাধারণ সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। এক সময় খুব সাধারণ রোগেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে।

‘এইচআইভি’ ভাইরাসই এইডস রোগের প্রধান কারণ। এইচআইভির (HIV) পূর্ণ রূপ হলো Human Immune Defficiency Virus। এইচআইভি দ্বারা আক্রান্ত ব্যক্তিকে এইচআইভি বহনকারী বলে চিহ্নিত করা হয়। এইচআইভি দ্বারা আক্রান্ত কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে সুস্থ থাকতে পারে। কোনো কোনো দেশে কিছু চিকিৎসা পাওয়া যায় যার দ্বারা রোগ প্রতিরোধ ক্ষমতার ধ্বংস সাধন অনেকটা দীর্ঘায়িত হতে পারে। অবশ্য এইচআইভি সংক্রমণ কখনোই নিরাময়যোগ্য নয়। কেবলমাত্র এইচআইভি বহনকারীকে এইডস রোগীতে পরিণত হওয়াকে বিলম্বিত করা যায়। এখন পর্যন্ত এইডস-এর কোনো কার্যকর চিকিৎসা বা প্রতিষেধক আবিষ্কৃত হয় নি।


এইডস এর লক্ষণ (Symptom of AIDS in Bengali/Bangla)

এইডস-এর সুনির্দিষ্ট কোনো লক্ষণ নেই। এইডস প্রাণঘাতি রোগ হলেও এর জীবাণু শরীরে প্রবেশ করার সাথে সাথে রোগের লক্ষণ প্রকাশ পায় না। এইডস-এর জীবাণু অনেকদিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। এ রোগের লক্ষণ কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে আস্তে আস্তে প্রকাশ পায়।

এইডস-এর লক্ষণসমূহ নিম্নরূপ :

১। এইডস রোগীর দীর্ঘদিন ধরে জ্বর ও খুশখুশে কাশি থাকে। এতে শরীর দুর্বল হয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে।

২। এইডস আক্রান্তদের খাবার সহজে হজম হয় না। পেটভরা থাকে এবং ক্ষুধা নষ্ট হয়ে যায়।

৩। খাদ্য হজম হয় না বলে এক মাসেরও বেশি সময় ধরে ডায়রিয়া থাকতে পারে।

৪। এইডস আক্রান্ত রোগীর দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শরীরের ওজন দ্রুত হ্রাস পায়।

৫। শরীরের বিভিন্ন স্থানে ছত্রাকজনিত সংক্রমণ দেখা দেয়।

৬। গলা, বগল ও কুঁচকির লসিকা গ্রন্থি ফুলে ওঠে এবং অসহ্য ব্যথা হয়।

৭। শরীরে অস্বাভাবিক চুলকানি দেখা দেয়।

৮। মুখে, গলায় এক ধরনের ঘা হয় এবং ফেনাযুক্ত রস বের হয়।

৯। রাতে ঘুম হয় না এবং শরীরে অতিরিক্ত ঘাম হয়।

১০। শরীর অত্যধিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে।

১১। স্মৃতিশক্তি লোপ পেতে থাকে। সহজে কোনো কিছু মনে পড়ে না।

১২। কৃমির প্রভাব দেখা দেয় এবং বার বার কাশি হতে থাকে।

১৩। দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট হয়।


এইডস রোগে আক্রান্ত হবার পর্যায় (Stages of AIDS)

এইচআইভি আক্রান্ত মানুষ বছরের পর বছর লক্ষণহীন অবস্থায় বাঁচতে পারে। অনেক গবেষক ঐ ব্যক্তিকে এইডস-এর পরিবর্তে এইচআইভি (HIV disease) আক্রান্ত হিসেবে নির্দেশ করেন। AIDS হচ্ছে HIV রোগের শেষ পরিণতি যা অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দেয়।

এইচআইভি ভাইরাস আক্রান্ত মানুষ সম্পূর্ণভাবে এইডস রোগীতে পরিণত হওয়ার আগে কতিপয় লক্ষণ পর্যায়ক্রমে পরিদৃষ্ট হয়। নিম্নে সেসব লক্ষণ বা পর্যায়সমূহ উল্লেখ করা হলো :

পর্যায়-১ : প্রাথমিকভাবে এ রোগে আক্রান্ত রোগী কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সুস্থ অবস্থায় জীবনযাপন করতে পারে।


এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। AIDS-এর পূর্ণরূপ কী?

ক) Acquired Immune Deficiency Syndrome

খ) Achieved Immune Deficiency Syndrome

গ) Acquired Immuno Deficiency Syndroe

ঘ) Achievd Immune Deficient Syntom

সঠিক উত্তর : ক


২। বিশ্বে প্রথম এইডস রোগী কোন দেশে শনাক্ত হয়?

ক) যুক্তরাজ্যে

খ) মার্কিন যুক্তরাষ্ট্রে

গ) বলিভিয়ায়

ঘ) উগান্ডায়

সঠিক উত্তর : খ


৩। কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এইডস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়?

ক) ১৯৭১ সালে

খ) ১৯৭৬ সালে

গ) ১৯৮১ সালে

ঘ) ১৯৮৬ সালে

সঠিক উত্তর : গ


৪। বর্তমানে এইডস আক্রান্তদের এক তৃতীয়াংশ–

ক) শিশু

খ) তরুণ

গ) মধ্যবয়সী

ঘ) বৃদ্ধ

সঠিক উত্তর : খ


৫। এইডস রোগের লক্ষণ–

i. ওজন হ্রাস পাওয়া

ii. রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া

iii. মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর : গ


৬। যেসব মাধ্যমে এইডস ছড়ায় না–

i. রক্তের মাধ্যমে

ii. হাঁচির মাধ্যমে

iii. থুথুর মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর : গ

Tags

Post a Comment

3Comments
  1. Read The Best Beauty Care, Hair Care, and Health Blogs On https://drbeautycare.com/

    ReplyDelete
  2. Read the best health and wellness articles with religious articles on Alibadah.com

    ReplyDelete
  3. Buy authentic Medicines and Beautycare Products at affordable price in Bangladesh with Door to Door step delivery.

    ReplyDelete
Post a Comment