কম্পিউটার সফটওয়্যার কি? কম্পিউটার সফটওয়্যার কত প্রকার ও কি কি?

Shimul Hossain
0

কম্পিউটার সফটওয়্যার কি? (What is Computer Software in Bengali/Bangla?

কম্পিউটার সফটওয়্যার বা সফটওয়্যার হল কতগুলো মেশিন রিডেবল ইনস্ট্রাকশন যা কোন বিশেষ কাজ সম্পাদন করার জন্য কম্পিউটারের প্রসেসরকে পরিচালনা করে।


সফটওয়্যার উন্নয়নের ধাপসমূহ

সফটওয়্যার উন্নয়নের ধাপসমূহ নিম্নরূপ:

১. তথ্যানুসন্ধান : কোন সমস্যা সমাধানের লক্ষ্যে সমস্যা সম্পর্কিত স্বচ্ছ ধারণা গ্রহণ করা।

২. সমস্যা বিশ্লেষণ : সমস্যার সমাধান বের করার জন্য সমস্যা চিহ্নিত করার পর বিশ্লেষণ করা।

৩. প্রোগ্রাম ডিজাইন : মূলত ইনপুট ও আউটপুট ডিজাইন করা।

৪. প্রোগ্রাম কোডিং : অ্যালগরিদম ও ফ্লো-চার্ট অনুযায়ী প্রোগ্রাম রচনা করা।

৫. প্রোগ্রাম বাস্তবায়ন : প্রোগ্রাম টেস্টিং ও বাস্তবায়ন করা।

৬. প্রোগ্রাম লিখিত বিবরণ প্রস্তুতকরণ : সমস্যার বিবরণ, অ্যালগরিদম, ফ্লো-চার্ট, গ্রাফ কোডিং, পরীক্ষার ফলাফল প্রভৃতির লিখিত বিবরণ প্রস্তত করা।

৭. প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ : প্রোগ্রাম উন্নতির লক্ষ্যে ও বিভিন্ন প্রয়োজনে প্রোগ্রাম, পরিবর্তন, ভুল সংশোধন ও আধুনিকীকরণ।


সফটওয়্যারের প্রকারভেদ (Types of Software)

কম্পিউটার সফটওয়্যার প্রধানত দুই প্রকার। যথা:–

১. সিস্টেম সফটওয়্যার (System Software)

২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) বা ব্যবহারিক সফটওয়্যার।

১. সিস্টেম সফটওয়্যার : সিস্টেম সফটওয়্যার এমন এক প্রকার প্রোগ্রামের সমষ্টি, যার সাহায্যে কম্পিউটারের সকল হার্ডওয়্যার ও সফটওয়্যারকে নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং সফটওয়্যারগুলো পরিচালনা ও কার্যকর করতে সমর্থন ও সাহায্য করা যায়। সিস্টেম সফটওয়্যারের আরেক নাম অপারেটিং সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কম্পিউটার ব্যবহারকারীর সাথে সফটওয়্যার ও হার্ডওয়্যারের সংযোগ স্থাপন করে। সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার পরিচালনা করা না। Windows, UNIX, LINUX ইত্যাদি সিসেটম সফটওয়্যার।


হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি?

হার্ডওয়্যার

১.কম্পিউটারের বাহ্যিক অবকাঠামো বা বাহ্যিক আকৃতির সকল যন্ত্র, যন্ত্রাংশ বা ডিভাইসসমূহকে হার্ডওয়্যার বলে।

২. হার্ডওয়্যার স্থান দখল করে।

৩. হার্ডওয়্যার স্পর্শ করা যায়।

৪. উদাহরণ : মনিটর, কী-বোর্ড, মাউস, প্রিন্টার, মাদারবোর্ড, ডিস্ক ইত্যাদি।

৫. হার্ডওয়্যার প্রকৌশলীদের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার বলা হয়।

সফটওয়্যার 

১. কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কর্মক্ষম করে এমন প্রোগ্রাম বা প্রোগ্রামসমষ্টিকে সফটওয়্যার বলে।

২. সফটওয়্যার হলো প্রোগ্রাম, যা স্থান দখল করে না।

৩. সফটওয়্যার স্পর্শ করা যায় না।

৪. উদাহরণ : সিস্টেম সফটওয়্যার : MS DOS, MAC OS, MS Windows, UNIX.

অ্যাপ্লিকেশন সফটওয়্যার : MS Office, Adobe Photoshop.

৫. সফটওয়্যার প্রকৌশলীদের প্রোগ্রামার বলা হয়।


প্রশ্ন-১। কম্পিউটার সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলিকে বলা হয়-
উত্তরঃ প্রোগ্রাম।

প্রশ্ন-১। হার্ডওয়্যার কী?
উত্তরঃ কম্পিউটারের যন্ত্র সামগ্রীকে হার্ডওয়্যার বলে।

প্রশ্ন-১। কে Software শব্দটি প্রথম ব্যবহার করেন?
উত্তরঃ গণিতবিদ John Wilder Tukey আমেরিকার একটি গণিতবিষয়ক ম্যাগাজিনে তার লেখা আর্টিকেলে Software শব্দটি প্রথম ব্যবহার করেন।

প্রশ্ন-১। ফ্রীওয়্যার কী?
উত্তরঃ যেসব সফটওয়্যারের লাইসেন্স সকলের জন্য উন্মুক্ত এবং মূল্য দিতে হয় না। ইন্সটল করলে কপিরাইট আইন লঙ্ঘিত হয় না। এদেরকে ফ্রিওয়্যার বলে।

প্রশ্ন-১। CAD এট পূর্ণরূপ কি?
উত্তরঃ Computer Aided Design

প্রশ্ন-১। পৃথিবীর প্রথম সফটওয়্যার কোম্পানির নাম কি?
উত্তরঃ Computer Usage Company (CUC)

প্রশ্ন-১। Corel DRAW কোন ধরনের সফটওয়্যার?
উত্তরঃ ডেটাবেজ

প্রশ্ন-১। যদি কোন ফার্ম কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর জন্য একটি কম্পিউটারে ভিত্তিক হিসাবরক্ষণ পদ্ধতি তৈরি করে, তবে আমরা তাকে বলবো-
উত্তরঃ Spread Sheet

প্রশ্ন-১। কোন উদ্দেশ্যে স্প্রেডসিট ব্যবহার করা যায় না?
উত্তরঃ Trigonometric Calculations

প্রশ্ন-১। কোনটি ডেটাবেজ?
উত্তরঃ MS Access

প্রশ্ন-১। Microsoft Access দ্বারা কতজন ব্যবহারকারী এক সাথে update করা যায়?
উত্তরঃ 30-60

প্রশ্ন-১। কাকে ডাটাবেজ language বলা হয়?
উত্তরঃ Oracle

প্রশ্ন-১। Spread Sheet প্রোগ্রাম দিয়ে কী কাজ করা হয়?
উত্তরঃ হিসাব-নিকাশ।

প্রশ্ন-১। MS Excel একটি-
উত্তরঃ Application Software

প্রশ্ন-১। Ms Word কোন ধরনের সফটওয়্যার?
উত্তরঃ ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম।

প্রশ্ন-১। কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে কোন ডকুমেন্ট লেখালেখি, সম্পাদন, সংরক্ষণ এবং প্রিন্ট করাকে কি বলে?
উত্তরঃ Word Processing

প্রশ্ন-১। World Wide Web এ প্রবেশ করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?
উত্তরঃ Browser

প্রশ্ন-১। ওরাকল কোন ধরনের প্রোগ্রাম?
উত্তরঃ ডেটাবেস

প্রশ্ন-১। কম্পিউটার সফটওয়্যার বলতে বোঝানো হয়-
উত্তরঃ এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল।

প্রশ্ন-১। ওয়েব পেজ ব্যবহার করার সময় নিচের কোন সফটওয়্যারটি ব্যবহৃত হয়?
উত্তরঃ Mozilla Firefox

প্রশ্ন-১। কম্পিউটারে কোন হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি উপযোগী?
উত্তরঃ Microsoft Excel

প্রশ্ন-১। সফটওয়্যার অপারেটিং সিস্টেমকে কি বলা হয়?
উত্তরঃ সিস্টেম সফটওয়্যার।


প্রশ্ন-১। কোন প্যাকেজ ওয়ার্ড প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়?
উত্তরঃ WP, Wordstar, MS-Word

প্রশ্ন-১। কোন ডকুমেন্ট লিখার জন্য কোন প্রোগ্রাম ব্যবহৃত হয়?
উত্তরঃ Word Processor

প্রশ্ন-১। কোন ওয়েব পেজ ব্রাউজ করার জন্য কোন সফটওয়্যার প্রয়োজন হয়?
উত্তরঃ ব্রাউজার সফটওয়্যার।

প্রশ্ন-১। সফটওয়্যার কি?
উত্তরঃ কম্পিউটারের ইলেকট্রনিক অংশ।

প্রশ্ন-১। রকমেল্ট (RockMelt) কি?
উত্তরঃ ওয়েব ব্রাউজার।

প্রশ্ন-১। কোন সফটওয়্যারটি পরিসংখ্যান এবং হিসাব নিকাশ বিষয়ক রিপোর্ট তৈরির উপযোগী?
উত্তরঃ Excel

প্রশ্ন-১। কম্পিউটার সফটওয়্যার বলতে কি বোঝানো হয়?
উত্তরঃ প্রোগ্রাম।

প্রশ্ন-১। কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে কি বলে?
উত্তরঃ স্টার্ট আপ ডিস্ক।

প্রশ্ন-১। ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ নয় কোনটি?
উত্তরঃ ওয়ার্ড প্রসেসর।

প্রশ্ন-১। কম্পিউটার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি?
উত্তরঃ Software

প্রশ্ন-১। লেখালেখির কাজের জন্য উল্লেখযোগ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কোনটি?
উত্তরঃ এমএস ওয়ার্ড।

প্রশ্ন-১। অদৃশ্য শক্তি কোনটি?
উত্তরঃ সফটওয়্যার

প্রশ্ন-১। পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?
উত্তরঃ মাল্টিমিডিয়া।

প্রশ্ন-১। কম্পিউটার সম্পর্কিত শব্দ ‘OS’ এর পূর্ণরূপ কি?
উত্তরঃ operating system

প্রশ্ন-১। কোন প্রোগ্রামটি জীবনবৃত্তান্ত তৈরির জন্য সবচেয়ে উপযুক্ত?
উত্তরঃ MS Word

প্রশ্ন-১। কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয়?
উত্তরঃ MS-Excel

প্রশ্ন-১। Commercial software এর নাম কি?
উত্তরঃ Packaged Software

প্রশ্ন-১। WinZip কোন ধরনের সফটওয়্যার?
উত্তরঃ ফাইল কমপ্রেশন

প্রশ্ন-১। কোনটি ছাড়া কম্পিউটার কাজ করতে পারে না?
উত্তরঃ operating system

প্রশ্ন-১। কম্পিউটার হার্ডওয়্যার ও এপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে কাজের যোগসূত্র রচনা করে কোনটি?
উত্তরঃ অপারেটিং সিস্টেম।

প্রশ্ন-১। মাইক্রোসফট ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার?
উত্তরঃ ইউটিলিটি সফটওয়্যার।

প্রশ্ন-১। Start up disk এ কি থাকে?
উত্তরঃ System Software

প্রশ্ন-১। কোনটি ব্যবহারিক সফটওয়্যার নয়?
উত্তরঃ জাভা (Java)

প্রশ্ন-১। VLC Player কোন ধরনের সফটওয়্যার?
উত্তরঃ Application Software

প্রশ্ন-১। কম্পিউটারের প্রাণশক্তি কোনটি?
উত্তরঃ সফটওয়্যার।

প্রশ্ন-১। এমএস উইন্ডোজ কোন ধরনের সফটওয়্যার?
উত্তরঃ সিস্টেম সফটওয়্যার।

প্রশ্ন-১। Notepad কোন ধরনের সফটওয়্যার?
উত্তরঃ সিস্টেম সফটওয়্যার।

প্রশ্ন-১। মুক্ত সফটওয়্যার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ রিচার্ড ম্যাথিউ স্টলম্যান।

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)